শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:১২ জুন-২০২২,রবিবার।
বাংলাদেশ কৃষকলীগের লোহাগড়া উপজেলার ত্রি-বাষির্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জুন) দিনব্যাপি কালনা-লোহাগড়া-নড়াইল মহাসড়কের মুন্সি আলাউদ্দিন মোড়ের মধুমতি কমিনিউটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ সাহিদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক শামীমা সুলতানা, নড়াইল জেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম,লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন,পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান প্রমুখ। পরে শেখ সাহিদুর রহমানকে সভাপতি ও গোপাল বসুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ঠ লোহাগড়া উপজেলা কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি পদে রবিউল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী।