শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:১৩ জুন-২০২২,সোমবার।
নড়াইলে বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখার কার্যনির্বাহী কমিটি ও ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এর সমন্বয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখা সদরের আয়োজনে জেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে সদর পৌর শাখার সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস। প্রধাান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু।
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাসের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা,পৌর আওয়ামীলীগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেসকাত ওয়ায়েজিন লিটু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল স্বপন, ইকবাল হোসেন, শেখ সেলিম, ৯টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু নির্মান তার প্রধান প্রমান। এই কৃতিত্ব একটি পক্ষ মেনে নিতে পারছেনা। বর্ধিত সভায় বক্তরা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে তৃনমুল থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ৯টি ওয়ার্ডের সম্মেলন শেষ করে পৌর আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।