শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১৩ জুন-২০২২,সোমবার।
নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক রেজাউল করিম পটু মোল্যা (৫২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহত রেজাউল করিম পটু মোল্যা কে উদ্ধার করে লোহাগড়া হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক তালবাড়িয়া গ্রামে মৃতঃ নুর জালাল মোল্যার ছেলে রেজাউল করিম পটু মোল্যার সাথে একই গ্রামের ইজাজুল মোল্যার জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসা না হওয়ায় শেষ পর্ষন্ত আদালতের দ্বারস্থ হয় রেজাইল করিম পটু। গতকাল (১৩ জুন ) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নড়াইল জেলা জজ আদালত হতে বাড়ি ফেরার পথে দিঘলিয়া বাজারে সামনে আসলে ইজাজুল মোল্যার নেতৃত্বে ৮/১০ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে রেজাউল করিম পটু কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লেহাগড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।