টাঙ্গাইল প্রতিনিধি ঃ১৬ জুন-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলের সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ২০২২ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ড. রতন কুমকুম বৃত্তি, শ্রী রমেশ চন্দ্র রায় ও বভ তারিনী রায় বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠপ্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়া চাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৩২জন মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বৃত্তি তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়। এবং শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর সন্তোষ উচ্চ বিদ্যাল থেকে ২৫৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।