মোঃ খান সোহেল নেএকোণা প্রতিনিধি:২৯ জুন-২০২২,বুধবার।
“বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই -ই আসে” এই শ্লোগানকে সামনে রেখে আজ থেকে নেত্রকোনায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ফল ও কৃষি মেলা। আজ মঙ্গলবার সকালে নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফল ও কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসনের সহযোগিতায় ও নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। মাঠে তিনদিন ব্যাপী ফল ও কৃষি মেলায় প্রদর্শীর জন্য ৫০টি স্টল সাজানো হয়েছে।