মোঃ খান সোহেল , নেএকোণা প্রতিনিধি:২৯ জুন-২০২২,বুধবার।
বন্যা কবলিত নেএকোণা মদন উপজেলার ৫টি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব, সাজ্জাদুল হাসানের পক্ষ থেকে সোমবার ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রান সামগ্রী বিতরন উদ্ধোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব চেয়ারম্যান জনাব, সাজ্জাদুল হাসান। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি পদপ্রার্থী ও নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নুর খান মিঠু, জেলা আ’লীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী ও জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আ’লীগের সহ- সভাপতি হাবিবুর রহমান খান রতন, জেলা আ’লীগের সহ- সভাপতি গোলাম রসুল তালুকদার, জেলা আ’লীগের উপদেষ্টা কমিটির সদস্য চন্দন সরকার, মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ত্রান সামগ্রী বিতরন উদ্ধোধনকালে সাবেক সিনিয়র সচিব জনাব, সাজ্জাদুল হাসান বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল অসহায় মানুষের পাশে রয়েছেন।