কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ৩০ জুন-২০২২,বৃহস্পতিবার।
নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের রায়পুর এলাকায় ফ্রেস কোম্পানীর পণ্যবাহী গাড়ির সাথে ব্যটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে আলফা আক্তার (৭) নামে মাদ্রাসার প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আলফা আক্তার সড়কের পাশ্ববর্তী পিজাহাতী গ্রামের রহমত বাঙালীর মেয়ে এবং মাসকা আয়েশা সিদ্দিকা (র:) মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০জুন) বেলা দেড়টার দিকে ফ্রেশ কোম্পানীর পণ্যপরিবহনের একটি গাড়ি কেন্দুয়া থেকে নান্দাইল সড়কে যাওয়ার পথে উপজেলার মাসকা ইউপির রায়পুর নামক স্থানে ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে পিজাহাতি গ্রামের রহমত বাঙালীর শিশু কন্যা আলফা আক্তারকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ফ্রেস কোম্পানির গাড়িটি জব্দ করা হয় এবং চট্টগ্রামের চালক নূর আলমকে আটক করা হয়েছে।