শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

কেন্দুয়ায় বন্যার পানিতে ভেসে গেছে মৎস্য চাষি আসাদুলের স্বপ্ন 

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৩ দেখা হয়েছে:
বিজয় রজক  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ০২ জুলাই-২০২২,শনিবার।
নেত্রকোণার কেন্দুয়ার  উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর গ্রামের মৎস্য চাষী আসাদুল আমিনের পুকুরের মাছ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতি টানা বৃষ্টির পানিতে তলিয়ে মাছ ভেসে যাওয়ায় স্বপ্ন ভেঙ্গে ক্ষতির মুখে পরেছেন মৎস্য চাষী আসাদুল আমিন।
মৎস্য চাষী আসাদুল আমিন জানান, গত কয়েক বছর আগে ১ একর ৮০ শতক জমিতে মাছ চাষ করার জন্য ৩টি পুকুর খনন করি। প্রতি বছরই বিভিন্ন ধরণের মাছ চাষ করে আসছি। মাছ চাষ করে বিক্রি করে খরচ বাদে যা আয় হয় তা দিয়েই আমার সংসার চলে। এবারও তিনটি পুকুরে শিং, পাবদা এবং আরো দেশীয় প্রজাতির মাছ চাষ করেছিলাম, কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতি বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে সব মাছ বন্যার পানিতে ভেসে  গেছে।
তিনি আরো জানান, আমার পুকুরের মাছ গুলো বিক্রির উপযুক্ত হয়ে গিয়েছিল, কিন্তু এভাবে যে বন্যার পানি চলে আসবে কে জানত।পুকুরের রক্ষনাবেক্ষন, মাছের পোনা ক্রয়, খাদ্য, বিভিন্ন ঔষধসহ এই পর্যন্ত প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে এবং প্রায় ১২ লাখ টাকার মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল,যে আশায়  মৎস্য খামার করে ছিলাম তা আর হল না। বাকিতে খাদ্য এবং ঔষধ ক্রয় ও ধারদেনা করে মাছ চাষ করেছি। তা বিক্রি করে মাছ চাষের সকল খরচ পরিশোধ করে যা আয় থাকত তা দিয়েই আমার সংসার চালিয়ে যেতাম।কিন্তু এখন সংসার চালানো দূরের কথা ধার দেনা করে ও দোকান থেকে খাদ্য ও ঔষধ ক্রয় করা টাকা কোথায় থেকে দেব তার কোন রাস্তা খুঁজে পাচ্ছি না।
তাই সরকারের সাহায্য কামনা করছি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল  আলম জানান, এই তালিকায় উপজেলার নিচু এলাকার ইউনিয়ন গুলির পুকুর ও মৎস্য খামার মালিকগন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা তৈরি করেছি, তালিকা উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102