শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৪ জুন-২০২২,সোমবার।
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে গলায় জুতার মালা পরানো মামলার আরেক আসামি নুরুন্নবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৫জনকে গ্রেফতার করা হলো।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি বিশেষ দল। এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
নুরুন্নবী ভাড়ায় মোটরসাইকেল চালায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে তোলা হয়েছে।
নড়াইল থানা সূত্রে জানা যায়, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে মির্জাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোয় অন্যতম ভূমিকা পালন করেছিল নুরুন্নবী। মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।
এর আগে রোববার (৩ জুলাই) এ মামলায় গ্রেফতার চার আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।