শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:০৫ জুলাই-২০২২,মঙ্গলবার।
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ গত সোমবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনের নেতৃত্বে একদল পুলিশ মিঠাপুর-লাহুড়িয়া সড়কের ঝামারঘোপ বাজারে মোরাদের চায়েরর দোকানের সামনে চোরাই মোটর সাইকেল কেনাবেচার সময় অভিযান চালিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টিঠা গ্রামের মৃত রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ কে মোটর সাইকেল সহ আটক করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে নড়াইলের এস পি ( সদর) সার্কেল মোঃ রিজাজুল ইসলাম লোহাগড়া থানার হল রুমে সাংবাদিকদের সাথে প্রেস বিফিংয়ে বলেন, আলফাডাঙ্গা উপজেলার টিটা গ্রামের রাজ্জাক শেখের ছেলে কামাল শেখ আটক করে তাকে ব্যাপক জিজ্জাগাসাবাদে সে একই উপজেলার বাজরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে জিসান, ও মফিজুল হকের ছেলে মিলন,আড়পারা গ্রামের ফসিয়ার সরদারের নাম বললে তাদের কাছ থেকে ৮ টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,এরা সবাই আন্ত ঃ জেলা মটর সাইকেল চোরের সদস্য। দীর্ঘ দিন ধরে মটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে এদের বিরুদ্বে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হবে ।