
বিজয় রজক,কেন্দুয়া(নেত্রকোনা) :০৯ জুলাই-২০২২,শনিবার।
নেত্রকোনার কেন্দুয়ায় গরুর বাছুর কর্তৃক বীজতলা নষ্ট করার অভিযোগে দুলাইন ও কির্তনখলা গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। এতে আব্দুল আউয়াল (৩৫) নামে একজন মরাত্নক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আব্দল আউয়াল মাসকা ইউপির কির্তনখলা গ্রামের সাবেক মেম্বার মৃত কালা মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার( ৯জুলাই) বেলা ১১টার দিকে দুলাইন গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন। কেন্দুয়া থানার এসআই তানভীর আহমেদ ও এলাকাবাসী জানান,শনিবার সকাল ৮টার দিকে মাসকা ইউনিয়নের দুলাইন গ্রামের শহিদ মিয়া তার বীজতলা (জালাপাট) বাছুর কর্তৃক নষ্ট করার অভিযোগে গরুর মালিকের উদ্দেশ্যে গালাগাল করেন। পরে পাশ্ববর্তী কির্তনখলা গ্রামের আব্দুল হক সবাইকে গালাগাল না করে গরু বেধেঁ রাখার কথা বলেন।এই ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১টায় উভয় গ্রামের তরুনদের মাঝে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় কিছু লোক ঝগড়া থামাতে যায়। গ্রামের হযরত আলী, মামুন জানান, কির্তনখলা গ্রামের সাবেক মেম্বার মৃত কালা মিয়ার ছেলে আব্দুল আউয়াল ঝগড়া থামাতে গেলে দুলাইন গ্রামের কয়েকজন তার মাথায় ও বুকে আঘাত করেন। পরে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।