মোঃ খান সোহেল,নেত্রকোণা প্রতিনিধি:১০ জুলাই-২০২২,রবিবার।
আজ ০৯/০৭/২০২২ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জনাব নাছিমা বেগম, এনডিসি ও নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব অঞ্জনা খান মজলিশ সমন্বিতভাবে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপজেলা পরিদর্শনকালে তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি তদারকি করেন ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।