সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :১৫ জুলাই-২০২২,শুক্রবার।
আদমদীঘির সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও হেরাইনসহ নাজিমুদ্দিন ওরফে নাজিম (৩৭) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছেন সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। গত ১৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে বিশেষ কায়দায় লুকানো ৯০পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাজিমুদ্দিন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বিষ্মপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার সিএনজি স্ট্যান্ডের সামনে মাদক বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই মুনিরুল ইসলাম ও এ,এস,আই আজিমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সহ
পেয়ে সন্ধ্যা ৭ টায় ওইস্থানে অভিযান চালিয়ে রাস্তায় মাদক বিক্রির সময় মাদককারবারি নাজিমুদ্দিন ওরফে নাজিমকে আটক করার পর তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় পলিথিন ব্যাগে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গত ১৫ জুলাই শুক্রবার তাদের আদালতে প্রেরন করা হয়।