হাবিবুর রহমান,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:১৯ জুলাই-২০২২,মঙ্গলবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুমিহীন পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন ইউএনও হাফিজা জেসমিন । মঙ্গলবার ১৯জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও হাফিজা জেসমিন জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঈশ্বরগঞ্জে ৩৬৩টি পরিবারকে ভুমি ও গৃহহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এপর্যন্ত ১৮৬টি ঘর গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১৩৭টি ঘর ২২-২৩অর্থ বছরে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। ২১জুলাই সারাদেশের সাথে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের জন্য ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সঞ্চাপুরে ক্রয়কৃত ৭০শতক জমিতে ৩৫টি ও রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়ায় ক্রয়কৃত ১০শতক জমিতে ৫টি ঘর প্রস্তুত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুুমি মাহাবুবুর রহমান, প্রেসক্লাবে আহবায়ক আবুল কালাম আজাদ ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ##