মোঃখান সোহেল ,নেত্রকোনা প্রতিনিধি:২০ জুলাই-২০২২,বুধবার।
ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি পাচ্ছে নেত্রকোনার মদন উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার (২১ জুলাই) ভূমিহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন ওই উপজেলাকে।জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বুধবার (২০ )জুলাই) জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে এক সংবাদ সম্মেলণে বিষয়টি জানিয়েছেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিবর্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গৃহীত ও বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর দিক নির্দেশনায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নিরাপদ আবাসন নির্মাণ করে হচ্ছে। ‘মুজিবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’-এ লক্ষে জেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে গুচ্ছ গ্রামসহ সর্বমোট ২২৯২টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে। ৩য় পর্যায়ে ১ম ধাপের ৬টি ও ৪র্থ ধাপের ৭৬৪টি মোট ৭৭০টি ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। তারমধ্যে ১৭৪টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, জেলার ১০ উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে ২ শতাংশ কৃষি খাসজমি বন্দোবস্ত করে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ৭৭০টি একক ঘর ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরী করার কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ছিন্নমুল পরিবারের স্বামী-স্ত্রী যৌথনামে ভূমির মালিকানা স্বত্ব দলিল সম্পাদন, রেজিষ্ট্রী ও নামজারীর কাজ সম্পন্ন হয়েছে। অঞ্জনা খান মজলিশ বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের ৬৪টি জেলার মধ্যে নেত্রকোনা জেলায় ৩য় পর্যায়ের (২য় ধাপে) ১৭৪টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। সেই সাথে জেলার মদন উপজেলাকে ভূমিহীনমুক্ত এলাকা ঘোষণা করা হবে। এ উপলক্ষে মদন উপজেলা হলরুমে উপকারভোগীসহ বিভিন্ন রাজনৈতকি, সামাজিক ও সুধীজন উপস্থিত থাকবেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসন উপকারভোগীদের নিকট ঘরের চাবি, জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহ প্রদানের সনদ সম্বলিত ফোল্ডার হস্তান্তর করা হবে। এদিকে মদন উপজেলায় প্রথম ধাপে ৫৬টি, দ্বিতীয় ধাপে ১০৫টি এবং তৃতীয় ধাপে ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদেরকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে মদন উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে