
বিজয় রজক, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ২১ জুলাই-২০২২,বৃহস্পতিবার।
প্রধানমন্ত্রী কর্তৃক ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের আজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
পরে কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকালে কেন্দুয়ার উপকারভোগীদে হাতে ৭৭ ঘরের দলিল বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩-(কেন্দুয়া -আটপাড়ার)আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা,সেলিনা বেগম সুমি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র আসাদুল হক ভূঞা প্রমূখ।