শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

নওগাঁ জেলায় চলতি আমন মওসুমে ৯৩৫৩ হেক্টর জমিতে বীজতলা তৈরী করেছেন কৃষকরা

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২১৮ দেখা হয়েছে:

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি : ২১ জুলাই-২০২২,বৃহস্পতিবার।

চলতি খরিপ-২/২০২২- ২৩ মওুমের রোপা আমন ধান চাষের লক্ষ‍্যে মোট ৯ হাজার ৩শ ৫৩ হেক্টর জমিতে বীজতলা তৈরী করেছেন কৃষকরা। মোট ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমনচাষের বিপরীতে কৃষকরা এই বীজতলা তৈরী করেছেন।

কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ- পরিচালক জানিয়েছেন কৃষকরা এ মওসুমে ৮ হাজার ৭শ ৫৫ হেক্টর জমিতে উন্নতফলনশীল উফশী জাতের, ৫২৫ হেক্টর স্থানীয় জাতের ও ৭৩ হেক্টর জমিতে হাইব্রীড জাতের বীজতলা তৈরী করেছেন।

সূত্রমতে উপজেলাভিত্তিক বীজতলার পরিমাণ হচ্ছে সদর উপজেলায় হাইব্রীড ৩০ হেক্টর, উফশী ৪৩০ হেক্টর ও স্থানীয় জাতের ১৫ হেক্টরসহ মোট ৪৭৫ হেক্টর।

রানীনগর উপজেলায় হাইব্রীড জাতের ৫ হেক্টর,  উফশী জাতের ৯৫৫ হেক্টরসহ মোট ৯৬০ হেক্টর। আত্রাই উপজেলায় হাইব্রীড ৩ হেক্টর, উফশী জাতের ২৮৫ হেক্টর, স্থানীয় ৫৫ হেকটরসহ মোট ৩৪৩ হেক্টর।বদলগাছী উপজেলায় উফশী জাতের ৭০০ হেক্টর ও স্থানীয় জাতের ১০০ হেক্টরসহ মোট ৮০০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় হাইব্রীড ১০ হেক্টর ও উফশী জাতের ৯৫০ হেক্টরসহ মোট ৯৬০ হেক্টর।পত্নীতলা উপজেলায়  উফশী জাতের ১২৩০ হেক্টর ও স্থানীয় জাতের ২৫০ হেক্টরসহ মোট ১৪৮০ হেক্টর। ধামইরহাট  উপজেলায় হাইব্রীড জাতের ২২ হেক্টর,  উফশী জাতের ৯৭০ হেক্টর ও স্থানীয়  জাতের ২০ হেক্টরসহ মোট ১০১২ হেক্টর। সাপাহার উপজেলায় কেবল উফশী জাতের ৪৩০ হেক্টর। পোরশা উপজেলায় কেবল উফশী জাতের ৬৫০ হেক্টর।মান্দা উপজেলায়  হাইব্রীড জাতের ১ হেক্টর ও উফশী জাতের ৮১০ হেক্টরসহ মোট ৮১১ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাঈব্রীড জাতের ২ হেক্টর, উফশী জাতের ১৩৪৫ হেক্টল ও স্থানীয় জাতের ৮৫ হেক্টরসহ মোট ১৪৩২ হেক্টর।#

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102