নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জ২১ জুলাই ২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শোলধারা গ্রামে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ। গৃহবধুর শাশুড়ি গুরুতর আহত ।
ঘিওর উপজেলায় শোলধারা গ্রামর রুপক মিয়ার স্ত্রী সুমি আক্তার (২২) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার শোলধারা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।তার শাশুড়িকেও গুরুতর আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকা বাসী ধারণা করছে, গৃহবধূর স্বামী রুপক মিয়া গলা কেটে হত্যার ঘটনা ঘটিয়েছেন।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।