মানিকগঞ্জ প্রতিনিধি :২৫ জুলাই-সোমবার।
মানিকগঞ্জের ঘিওরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুরে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উন্নয়ন সহায়তা এবং ইউনিয়ন পরিষদের থোক বরাদ্দ থেকে ঘিওর ,দৌলতপুর , শিবালয় উপজেলার ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এ শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান,শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান ,ঘিওর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু,ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ দলীয় নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পর বিকেলে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়ন আওয়ামী লীগে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়।