নিজস্ব প্রতিবেদক:২৫ জুলাই-২০২২,সোমবার।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন,জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হলে আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে । তিনি আরো বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট,স্কুল-কলেজের ভবন,যুব প্রশিক্ষণ কমপ্লেক্র, পাটুরিয়ায় আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম,শেখ রাসেল মিনি স্টেডিয়াম,ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ,নদী ভাঙ্গন রোধ সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
সোমবার ( ২৫ জুলাই ) সন্ধায় মানিকগঞ্জের ঘিওরে তেরশ্রী ডিগ্রী কলেজ মাঠে পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথাগুলো বলেছেন।
তিনি আরো বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয় দেশ ভাল থাকে। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে । নৌকায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে দেশে উন্নয়ন হবে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু ও দোয়া চাইলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ।
পয়লা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামিউল প্রধান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন ,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারন সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান , ঘিওর উপজেলা আওয়ামীলীগের উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিয়া মিন্টু প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে দ্বিতীয় পর্বে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির সভাপতি পদে পয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হারুন অর রশিদকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ সামিউল প্রধানকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।