হাবিবুর রহমান , ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি :২৭ জুলাই-২০২২,বুধবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। গত ২২ জানুয়ারি ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ১৮ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ ২৬ জুলাই মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মোড়ালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন নব-গঠিত কমিটির সভাপতি সাবেক এমপি আব্দুছ ছাত্তার, সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল
আবেদীন, বজলুর রহমান রফিকুল ইসলাম রফিক, ড. উৎপল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, এড: এমদাদুল হক, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার সহ ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা।##