
বিজয় রজক, কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধিঃ৩১ জুলাই-২০২২,রবিবার।
রবিবার কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের উদ্দ্যোগে মরমী বাউল কবি জালাল উদ্দিন খাঁ ৫০ তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে রিপোর্টাস ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভুইয়া সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভুইয়া,সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য দুইটাই হাজার বাইশ, আজকের এইদিনে-
ব্রিটিশ ভারতের নেত্রকোণা মহকুমা’র কেন্দুয়া থানার আসদহাটি গ্রামে ১৮৯৪ সালে ২৫ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সদরুদ্দীন খাঁ।
বিংশ শতাব্দীর বিশ থেকে ষাটের দশক অবধি প্রাকৃত বাঙালিজনের এই গীতিকবি তার সাধনায় সক্রিয় ছিলেন। আত্মতত্ত্ব, পরমতত্ত্ব, নিগূঢ়তত্ত্ব, লোকতত্ত্ব, দেশতত্ত্ব ও বিরহতত্ত্বের নামাঙ্কিতের মাঝে জালাল উদ্দিন প্রায় সহস্রাধিক গান রচনা করেছিলেন।
প্রখ্যাত এই লোক কবি ১৯৭২ সনে ৩১ জুলাই বাংলা ১৬ই শ্রাবণ, ১৩৭৯ দুই পুত্র তিন কন্যা, এবং স্ত্রী শামছুন্নাহার বেগমকে রেখে দেহত্যাগ করেন। নিজ গ্রামের বাড়ীর আঙ্গিনায় তার মাজার অবস্থিত।
প্রয়াত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁ স্মরণে প্রতি বছর দু’দিন ব্যাপী পালিত হয় জালাল মেলা।