বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার ঘাটাইলের সড়কে শিক্ষা সফরের চার বাসে ডাকাতি আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে । ধানের শীষের বিকল্প নাই

ঈশ্বরদীতে টিটিই হাসিবুর রহমানকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৪৩ দেখা হয়েছে:

তুহিন হোসেন, পাবনা ০৪ আগস্ট-২০২২,বৃহস্পতিবার।

ঈশ্বরদী রেলওয়ে পিটিই হেডকোয়ার্টারের জনৈক টিটিই হাসিবুর রহমান হাসিব কে ষ্ট্যান্ড রিলিজ করার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, টিটিই হাসিবুর রহমান হাসিব ৭২৫ নং আন্তঃনগর সুন্দরবন ট্রেনে ঢাকা যাওয়ার সময় পথিমধ্যে জনৈক যুবতী নারীর শীলতাহানি করে। ঐ নারী খুলনা রেলওয়ে স্টেশন থেকে শীতাতপ নিয়ন্ত্রি¿ত একটি কামড়াতে টিকিট কেটে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাচ্ছিল। ডিউটিরত টিটিই হাসিব তার কাছে টিকিট দেখতে চেয়ে তাকে শীলতাহানি করে। শীলতাহানি করায় এ যাত্রী হতভম্ব হয়ে পড়ে। এক পর্যায়ে মেয়েটি তার আত্বীয় স্বজনদের কাছে মুঠোফোনে ঘটনাটি অবহিত করে।
এদিকে তার আত্বীয় স্বজনের কয়েকজন যুবক তাৎক্ষণিক ভাবে এয়ারপোর্ট স্টেশনে অবস্থান করে। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে পৌঁছালে টিটিই হাসিবুর রহমান হাসিবকে ষ্টেশনে ট্রেনের মধ্যে অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়না। ট্রেনটি এয়ারপোর্ট ষ্টেশন ছেড়ে যায়। এসময় ঐ নারীর আত্বীয়রা টিটিই হাসিবুর রহমান হাসিব এর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানান কর্তব্যরত গার্ড সেলিম।

গার্ড সেলিম আরও বলেন, প্রায় একবছর ধরে ঐ নারীকে উত্যক্ত করে আসছে বলে শুনেছি, তবে কতটা সত্য তা বলতে পারবোনা।

বিশ্বস্ত স‚ত্রে জানা যায়, এ বিষয়ের স‚ত্র ধরেই ৩ আগস্ট তাকে ঢাকা রেল দপ্তর থেকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
এ ব্যাপারে টিটিই হাসিবুর রহমান হাসিব এর সাথে মুঠোফোনে তার ষ্ট্যান্ড রিলিজ এর বিষয় সহ উপরোক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুই জানি না।

এদিকে তার ষ্ট্যান্ড রিলিজ এর বিষয়ে পাকশী রেলওয়ে বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন (ডিসিও) সাথে কথা বললে তিনি ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন ।

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102