শরিফুল ইসলাম নড়াইল থেকে :০৪ আগস্ট-২০২২ ,
নড়াইলের কালিয়ায় দু’টি বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। গত ১লা আগষ্ট ও ৪ আগষ্ট বিকালে দুটি ঘটনায় মেয়ের অভিভাবকদের এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালিতাতলা গ্রামে অভিযান চালিয়ে মেয়ে বাবা পলাতক থাকায় তার নানা লিয়াকত মোল্যা(৫৫) ও খালু তোরাব আলীকে এবং ২য় বাল্যবিবাহে বেন্দারচর গ্রামের মেয়ের পিতা নজরুল ফকির (৪২) কে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭/৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা আদায়সহ সতর্ক প্রদান করা হয়েছে।