বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

নড়াইলে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৯৯ দেখা হয়েছে:

শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:০৫ আগস্ট-২০২২,শুক্রবার।
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কোরআন খতম, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দুপুরে বিভিন্ন মসজিদ/মন্দিরে বিশেষ দোয়া/প্রার্থনা, বিকালে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে গাছের চারা বিতরণ ও নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, পৌর আওয়ামী লীগ, জেলা মৎস্যজীবী লীগসহ সরকারি, বেসরকারি বিভিন্ন সংগনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসনক (সার্বিক) ফকরুল হাসান, জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, গোয়েন্দা সংস্থা নড়াইলের পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলামসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102