
হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ১৪ আগস্ট-২০২২,রবিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর নতুন সদস্য বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) রাত ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য চন্দন কুমার ঘোষ।
ঈশ্বরগঞ্জ উপজেলা বাজুসের সহ-সভাপতি টিটু চৌধুরীর সঞ্চালনায় বাজুস ঈশ্বরগঞ্জ উপজেলা বাজুসের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা বাজুসের সংগঠনিক সম্পাদক সজল পাল, ময়মনসিংহ জেলা বাজুসের সহ-সভাপতি সীতানাথ কর্মকার প্রমুখ।