হাবিবুর রহমান, প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):১৫ আগস্ট২০২২,সোমবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা নুরুল হুদা খান। অন্যদিকে পৌরসভা হলরুমে পৌরসভার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়। পরে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠে আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাফির উদ্দিনের সঞ্চালনায় শোক সভা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, রাফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ, আবু বকর সিদ্দিক দুলাল ভুঞা, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, পৌর আ’লীগ সভাপতি সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব, যুবলীগ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঞা সুমন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শহিদুর ইসলাম মাসুদ, ছাত্রলীগ সভাপতি একেএম ফরিদ উল্লাহ, হাসান মাহমুদ প্রমুখ।##