মোঃখান সোহেল ,নেত্রকোনা প্রতিনিধি:১৬ আগস্ট-২০২২
জাতীয় শোকদিবসের আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে, মৃত্যু পর্যন্ত অপশক্তির সাথে কখনো আপোষ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলার জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোকদিবসকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সুজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহ-সভাপতি নয়ন ফকির। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, আ’লীগ নেতা শাহাদাত হোসেন সাজ্জাদ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক কসমুদ্দিন ও মোফাজ্জল হোসেন প্রমুখ। প্রধান অতিথি সুজন তার বক্তব্যে বলেন, উপজেলায় কার কতটুকু সাংগঠনিক দক্ষতা আমি জানি। শোকদিবসের অনুষ্ঠান যেন পালন করতে না পারি সেজন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু অপশক্তি জয়ী হতে পারেনি। জনগণের ভালোবাসায় আমরা জয়ী হয়েছি এবং এই জগৎমনির মাঠে শোকদিবসের মিটিং করতে পারছি। জনগণ আমাকে ভালো না বাসলে নির্বাচনী ৭৪ টি কেন্দ্রের মধ্যে ৬৮ কেন্দ্রে আমাকে নির্বাচিত করতো না। বঙ্গবন্ধুর আদর্শকে লালন আর প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে জীবনের শেষদিন পর্যন্ত রাজনীতির মাঠে জনকল্যাণে কাজ করারও প্রতিশ্রুতি দেন যুবলীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। জাতীয় শোকদিবসকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, খাবার বিতরণ করেন।