মোঃ হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ১৯ আগস্ট-২০২২,শুক্রবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার (১৯ আগস্ট) শহরের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ীতে শ্রী কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু প্রবোধ রঞ্জন সরকার। সদস্য জ্যুতি রঞ্জন সরকারসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও দিনটি পালনে পূজা, অঞ্জলী প্রদান, প্রার্থনাসহ নানা আয়োজন করা হয়।