শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:২১ আগস্ট-২০২২,রবিবার।
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে লোহাগড়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজি বনি আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আইয়ুব আলী, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক মনজুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনসি আলাউদ্দিন,সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান, নড়াইল জেলা পরিষদের সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, লোহাগড়া যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, পৌর আওয়ামী লীগের সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
পরে ২০০৪ সালে ২১ আগষ্ট গেনেট হামলায় নিহতের স্মরণে দোয়া মোনাজাত আনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়মীলীগ, পৌর আওয়মীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।