সাব্বির মির্জা তাড়াশ প্রতিনিধিঃ২১ আগস্ট-২০২২,রবিবার।
সিরাজগঞ্জের তাড়াশে মশার কয়েলের আগুনে নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামের আব্দুস সাত্তার নামে এক কৃষকের ঘর, গরু, আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। বিষয়টি শোনার পরে আজ রবিবার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ক্ষতিগ্রস্ত ওই পরিবারের পাশে ছুটে যান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ সম্পাদক আলহাজ্ব খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান রাজু, জাকির হোসনেন রনি, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম কে মামুন বাহারি, নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, নওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ, মাগুড়া বিনোদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ আদিব সহ অনেকে । সঞ্জিত কর্মকার এসময় ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য, বস্ত্র ও নগদ টাকা সহযোগিতা করেন । এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা ও সরকারি ভাবে পুনর্বাসনের সকল ব্যবস্থা করবেন।