সাব্বির মির্জা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :২২ আগস্ট-২০২২,সোমবার।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট-তাড়াশ আঞ্চলিক সড়কের গাছ কেটে নিলেন ইউপি চেয়ারম্যাননের ভাই। সোমবার বিকালে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা এলাকায় রানীরহাট-তাড়াশ আঞ্চলিক সড়কের সরকারী গাছ কেটে নেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রানীরহাট-তাড়াশ আঞ্চলিক সড়কে লাগানো সরকারী দুটি শিশু গাছ তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের ভাই আবু তালেব প্রকাশ্যে কেটে নেন। গাছ দুটির আনুমানিক মুল্যে প্রায় ২০ হাজার টাকা। এ বিষয়ে অভিযুক্ত আবু তালেব বলেন, আমার ভাই তালম ইউনিয়নের স্থানীয় সরকারের প্রধান। গাছ কেটে নিয়ে পরিষদে রাখবো। আর গাছ কাটার বিষয়ে উর্দ্ধতন মহল জানেন। কারন যে জায়গার গাছ কাটা হয়েছে। সেই জায়গার পাশে সরকারী আশ্রয়ন প্রকল্পের কাজ হবে। তাই গাছগুলো কাটা হয়েছে। উপজেলার তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম জানান, গোন্তা এলাকায় সরকারী আশ্রয়ন প্রকল্পের ঘর হবে। তবে গাছ কাটার বিষয়ে আমার জানা নেই। গাছ কেটে নেয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং গাছগুলো জব্দ করা হবে। সাব্বির মির্জা মোবাইল নং ০১৭৯০-৮৫৭১১৭