কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান ভূঁঞা খোকন নামে প্রবীণ সাংবাদিক নিহত হয়েছেন।
সাংবাদিক খোকন এক সময় দৈনিক দেশ পত্রিকার কেন্দূয়া উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতেন।তাছাড়া তিনি ছাত্র জীবনে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ভিপি ছিলেন।
হাবিবুর রহমান খোকন উপজেলার গন্ডা ইউনিয়নের বীরমহরী গ্রামের মুজিবুর রহমান ভূঁঞার ছেলে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে গন্ডা বৈরাটী হতে মোটরসাইকেলের পেছনে বসে পার্শ্ববর্তী আঠারবাড়ি রায়ের বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাইসাকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সাংবাদিক হাবিবুর রহমান খোকনকে বহন করা মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনি আহত হন।
পরে স্থানীয় ও স্বজনরা মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টায় কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান খোকনকে মৃত ঘোষণা করেন।মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৬৪ বছর। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাগ্নে মাসুদ মিয়া।
তার মৃত্যুতে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজ মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।