মানিকগঞ্জ প্রতিনিধি::
মানিকগঞ্জের ঘিওরে সোমবার সকালে বাংলাদেশ স্কাউট মানিকগঞ্জ জেলা রোভার এর আয়োজনে উপজেলার ডা. আব্দুর রহিম মহিলা কলেজে কোর্স ফর রোভার মেটের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা রোভারের পরিচালনায় ঘিওর মুক্ত রোভার স্কাউটসের ব্যবস্থাপনায় কোর্স ফর রোভার মেট কোর্সের আয়োজন করা হয়েছে। বুধবার ( ২৪ আগষ্ট ) কোর্স ফর রোভার মেট কোর্সটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ । এসময় তিনি বলেন, রোভার স্কাউটিংয়ের মাধ্যমে ছেলে-মেয়েরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। সামাজিক অবক্ষয় প্রতিরোধে স্কাউট আন্দোলনের ভূমিকা অনেক বেশি। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন – মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিশনার মানিকগঞ্জ জেলা রোভার মোঃ নুরুল আমিন প্রমুখ। মানিকগঞ্জ জেলার বিভিন্ন কলেজ থেকে ৫০ জন রোভারের সদস্য ও রোভার গার্ল ইন সদস্যাসহ রোভারের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।