সাব্বির মির্জা সিরাজগঞ্জ প্রতিনিধি :২৪ আগস্ট-২০২২,বুধবার।
বঙ্গাব্দ সংস্কারক ও ঐতিহাসিক চলনবিলের ইতিকথা গ্রন্থের লেখক সরদার আব্দুল হামিদের ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আব্দুল লতিফ গণপাঠাগারের উদ্দ্যেগে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক বাবু সনাতন দাশ। সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খাঁন জয়, সাংবাদিক লুৎফর রহমান, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য আরমান সরকার, সবুজ শাহরিয়ার, মিঠু প্রমূখ। উল্লেখ্য, বহু গ্রন্থ্যের রচয়িতা এম এ আবদুল হামিদের উল্লেখযোগ্য রচনা সমগ্রহের মধ্যে ১৯৬৭ সালে প্রকাশিত চলনবিলের পূর্ণাঙ্গ ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘চলনবিলের ইতিকথা’ তার সেরা গবেষণামূলক গ্রন্থ। এ ছাড়া ‘বঙ্গাব্দ সমাচার’, ‘দেখে এলাম অস্ট্রেলিয়া, ‘পাশ্চাত্যের বৈশিষ্ট্য’, ‘জ্ঞানের মশাল’, ‘চলনবিলের লোকসাহিত্য’, ‘কর্মবীর সেরাজুল হক’, ‘আমাদের গ্রাম’, ‘শিক্ষার মশালবাহী রবিউল করিম’, ‘পল্লী কবি কারামত আলী’ উল্লেখযোগ্য। তিনি ২০০৬ সালের ২৪ আগস্ট নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।