
মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:২৫ আগস্ট-২০২২,বৃহস্পতিবার্
প্রধানমন্ত্রী কর্তৃক মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উমারপুর ইউপিতে সাম্প্রতিক বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৫০জনকে ৫০ হাজার করে টাকার চেক ও ৫৫৩ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার কর্তৃক আর্থিক সহযোগিতায় ৫০জনকে ৫০ হাজার করে টাকার চেক ও ৫৫৩ জনের মধ্যে শুকনা খাবার
বিতরণ করা হয়।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুর্ণ বাসন কর্মকর্তা (ডিআরও) মোঃ আক্তারুজ্জামান,
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, নাসরিন আক্তার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম(ট্যাক), মৎস্য অফিসার (মনিটরিং) মনোয়ার হোসেন, উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন বিএসসি।