এসব অভিযোগে রত্না খাতুন নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের রসড়াতলা গুচ্ছগ্রাম এলাকা থেকে রত্নাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত এনামুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে রত্না খাতুন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন অভিযোগে তাকে আটক করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।