মোঃ শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, তাড়াশ প্রতিনিধি:২৯ আগস্ট-২০২২,সোমবার।
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা মৎস্য জীবীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টিংকু, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক টি এম মইনুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ৭৫’র ঘাতক ও ২১ আগস্টের খুনিরা এখনো তৎপর রয়েছে। আবার তারা ষড়যন্ত্র শুরু করেছে। এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা যেখানেই নৈরাজ্য-সন্ত্রাস করবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ-প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, পরাজিত শক্তির এসব ভাল লাগছে না। তাই তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত করছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে। যখনই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে, ঐক্যবদ্ধ থেকেছে, তখনই বিজয় এসেছে।
সরকারের উন্নয়ন জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের মানুষ কেমন ছিল? এখন কেমন আছে? সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন দেশের মানুষ ভুলে যায়নি। তারা আর কখনো বিএনপিকে ক্ষমতায় বসাবে না।আমাদেরকে ভাল আচরণ দিয়ে মানুষের মন জয় করতে হবে।