মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:২৯ আগস্ট-২০২২,সোমবার।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরাসরি বিভাগ- বাল্য বিবাহ,মাদক, নারী নির্যাতন,যৌতক,জঙ্গি, কুসংস্কার এবং কোভিড ১৯ প্রতিরোধে যুব সমাজ ও বিভিন্ন পেশাজীবিদের করণীয় বিষয়ক কর্মশালা সিরাজগঞ্জের চৌহালী উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে যুব ও ক্রীড়া বাস্তবায়নে ও গণপ্রতন্ত্রী বাংলাদেশ ও জাইকার অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, এস আই জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অফিসার এ কে এম ফজলুল হক, আ’লীগ সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, জাইকার কালি কৃষ্ণ প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন ক্যটাগরির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।