শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি:৩০ আগস্ট-২০২২,মঙ্গলবার।
নড়াইল সদর উপজেলার ৮ টি ইউনিয়নের ১৩০ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক,বাই- সাইকেল ও অন্যান্য সরঞ্জাম বিতারন করা হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) দুপুরে নড়াইল সদর উপজেলা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই সরঞ্জাম বিতারন করা হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে এই সরঞ্জাম বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ নিজাম উদ্দিন খান নিলু,স্থানীয় সরকার উপ- পরিচালক জনাব ফকরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্চ মাহমুদুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিতি ছিলেন। #