গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলহাজ হোসেন(২৩), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-ভদ্রঘাটা কাচারিপাড়া, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ০৯ নং ব্রহ্মাগাছা ইউনিয়নের অর্šÍগত কয়রা (পশ্চিপাড়া) গ্রামস্থ অভিযুক্ত মোঃ আঃ রাজ্জাকের বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০২(দুই) কেজি ৯৫০(নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ০৩(তিন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আঃ রাজ্জাক(৪২), পিতা-মৃত ইয়ার আলী, সাং-কয়রা(পশ্চিমপাড়া), থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ ও রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।