
সাব্বির মির্জা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:০১ সেস্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দোবিলা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের সভাপতি তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা জান্নাতুল ফেরদৌস এ সব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সোলাইমান হোসনের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রতবিন্ধী বিষয়ক র্কমর্কতা আবুল হাশেম, ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আব্দুল জব্বার, দোবিলা অটষ্টিকি ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
প্রধান অতিথীর বক্তব্যে সহকারী কমিশনার ভুমি লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,‘র্বতমান সরকার প্রতিবন্ধীর জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিদা প্রদান করছে। প্রতিবন্ধী এখন আর সমাজের বোঝা নয়, তারা বিভিন্ন ক্ষেতে সফল হচ্ছে। অনুষ্ঠান শেষে অটষ্টিকি ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীদের হুইল চেয়ার এবং ২৮০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।