মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ০৩ সেস্টেম্বর-২০২২,শনিবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ৩৩১টি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি ঘর ও জমি পেয়ে জীবনের গল্পে নতুন স্বপ্ন দেখছেন ভূমিহীন ও হতদরিদ্র পরিবাররা। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘর ও জমি পেয়ে স্বাবলম্বী পরিবারের মুখে হাসি ফুটছে। এখন তাকিয়ে আছে ঘর ও জমি বঞ্চিত অসহায় সিরাজগঞ্জের ভাঙ্গা-গড়া রিমোড চৌহালী উপজেলা মানুষেরা। এখানে গৃহহীন গরীব দুঃস্থ অসহায় মানুষের খোঁজ খবর ও সঠিক তদন্তের সাপেক্ষে সরকারের গুরুত্বপূর্ণ ঘর ও জমি বাস্তবায়ন করা। কৃষি পণ্য বাজারজাত করণের গুরুত্বপূর্ণ সড়ক পথ ও রাস্তা বঞ্চিত কৃষকদের পাশে দাড়ানোর আহবান কৃষি পণ্য দেশ হিসেবে। এছাড়াও উপজেলার উন্নয়ন ধারার আলোকে উপজেলা পরিষদ কমপ্লেক্স নিজস্ব ভূমিতে স্থাপন, সড়কপথ ও রাস্তা,পাইলিং ব্রীজ এবং চৌহালী রক্ষার্থে ভাঙ্গন রোধে বেরীবাধ ও স্থায়ী বাধ দ্রুত নির্মাণ করা হলেই বদলে যাবে চৌহালী। চৌহালী সরকারি কলেজ অপমুক্ত হলে শিক্ষা মানোন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে। এবিষয়ে পি আই ও মজনু মিয়া বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে নির্দেশনা রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্প কাজ বাস্তবায়ন করছি, চৌহালীর উমারপুর( চরে) তিনতলা বিশিষ্ট হাসপাতাল ও আশ্রায়ন প্রকল্প নির্মাণ করা হয়েছে। ঘোরজান ইউনিয়নের চরে বিদ্যুৎ লাইন ও সৌর বিদ্যুতের আলোকিত, বাঘুটিয়া ইউপিতে ও হাসপাতাল নির্মান করা হয়েছে, বন্যা আশ্রয় কেন্দ্রের জন্য টেন্ডার শেষ যে কোন সময়ে ভবন, উপজেলায় ৪টি বজ্র টাওয়ার এবং ৩৩১টি ঘর ও জমি এবং মুক্তি যোদ্ধার জন সাদপিটানো ভবন নির্মাণ ও চলমান রয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ঘর জমি, মুক্তি যোদ্ধাদের বীর নিবাস, রাস্তা, ব্রীজ, উপজেলা পরিষদ কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থাপন করে চৌহালীকে ডিজিটাল উপজেলা উপহার দেওয়ায় জন্য সরকার বধ্যপরিকর। ২০৪১ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে উন্নয়ন কাজ।