রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১ আওয়ামী ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে– এস.এ জিন্নাহ কবির ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি ডিবির জ¦ালে আরও দুই আসামি- মালামাল উদ্ধার

চৌহালী দক্ষিণ অঞ্চল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ দেখা হয়েছে:

মাহমুদুল হাসান,  চৌহালী প্রতিনিধি:০৩ সেস্টেম্বর-২০২২,শনিবার।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চল বাসির এক মাত্র সড়ক পথ বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। চৌহালী সলিমাবাদ সড়কের খাষপুকুরিয়া ইউনিয়নের বাবলাতলা থেকে শুরু করে বৈন্যা মোর রেহাই পুকুরিয়া বাজার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ ভুতের মোর পর্যন্ত সড়কে ভাঙ্গা গর্ত ও মাটি ধসে মরণফাঁদে পরিণত হয়েছে। সঠিক সময়ে, নিরাপদে মানুষ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না, জনদুর্ভোগ যেন চরমে। জানা যায় যে, স্বাধীনতার পর থেকে এপর্যন্ত যত নির্বাচন এসেছে প্রত্যেক প্রার্থী উন্নয়ন মুলক বক্তব্য আর প্রতিশ্রুতি দিয়েও কাজ করেনি। এ পর্যন্ত ০৮ কিলোমিটার সড়কের বিভিন্ন ভাঙ্গায় ব্রীজ ও রাস্তা সংস্কার কাজ আসলেও কাজ হয়নি। চৌহালী রেহাই পুকুরিয়া সলিমাবাদ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়ক ভাঙ্গা আর ব্রীজ না থাকায় কৃষক তার কৃষি পণ্য বাজারজাতকরণের কষ্ট আকাশ সমান কেউ করে না সমাধান। বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা বলেন, চৌহালী উপজেলা জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। বৈন্যা থেকে রেহাই পুকুরিয়া বাজার সহ সলিমাবাদ ব্রীজ পযর্ন্ত সড়কে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। অতিদ্রুত নীচু রাস্তা উচু করন, পাইলিং ব্রীজ ও সড়কটি সংস্কার করা জরুরি। খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পথ এটি, খাষপুকুরিয়া ইউনিয়নে বাবলাতলা মোর থেকে মিটুয়ানি পাকা রাস্তা, বাবলাতলা থেকে বৈন্যা মোর হয়ে রেহাই পুকুরিয়া বাজার পর্যন্ত পিচ উঠে অসংখ্য গর্ত খানা খন্দক সড়ক ধস ও ভাঙা। সব গুলো সড়ক মেরামত ও সংস্করণ করা প্রয়োজন। উপজেলা প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, চৌহালী দক্ষিণ অঞ্চল বাসির এক মাত্র সড়ক পথ এ পর্যন্ত কাজের টেন্ডার আহ্বান করা হয় কেউ অংশ নেয়নি। আবার টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার হলে দ্রুত কাজ শুরু করা হবে।

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102