শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি:০৪ সেস্টেম্বর-২০২২,রবিবার।
নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে । রোববার(৪সেপ্টেম্বর)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসারের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,নড়াইল জেলা শিক্ষা অফিসার এস এম ছয়েদুর রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম , কালিয়া মনোরজন কাপুড়িয়া মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ড. তাপশী কাপুড়িয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুর রহমান প্রমুখ । এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।