বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী–সেনা প্রধান ডেইরী ফার্ম এখন ডেরা রিসোর্ট , ক্ষমতার দাপটে ছাড়পত্র ছাড়াই চলছে রিসোর্ট দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা জনগনের হাতে তুলে দিন ইকবাল হাসান মাহমুদ টুকু উদ্বোধন হলো স্বপ্নের যমুনা রেলসেতু  মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন ক্লোন করে অর্থ দাবি ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু

ভ্রমণ পিপাসু ‘দুরন্ত সজিব” তেতুলিয়া টু টেকনাফ বাই-সাইকেলে ভ্রমণ

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৬ দেখা হয়েছে:

মুক্তার হাসান, টাঙ্গাইল প্রতিনিধি:১১ সেপ্টেম্বর-২০২২,রবিবার।

পড়াশোনার পাশাপশি ছোট বেলা থেকেই দুরন্তপনা। বাবার পুরনো হিরো বাই-সাইকেল নিয়ে এদিক-সেদিক ছুটে চলা। দীর্ঘ সময় সাইকেল চালিয়ে দেশের বিভিন্ন স্থান ও স্থানীয়দের জীবন-জীবিকা সম্পর্কে ধারণা নেওয়া নেশায় পরিণত হয়। এ দুরন্তপনার জন্য তাঁর স্কুল-কলেজের বন্ধু-বান্ধব ও শিক্ষক থেকে শুরু করে সবাই ডাকে ‘দুরন্ত সজিব’ বলে। ২০ বছর বয়সের কলেজ পড়–য়া এই ‘দুরন্ত সজিব’-এর নাম মো. সজিব মিয়া। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিঞ্জারপুর গ্রামের হতদরিদ্র কৃষক মো. আবুল কালামের ছেলে। সে ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজের ¯œাতক (বিএসএস) প্রথম বর্ষের ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভ্রমণের ছবিগুলো প্রকাশ হওয়ায় সচেতন মহলে আলোচনায় উঠে আসে সে। সাইকেল চালিয়ে হতে চায় দেশের সেরা সাইকেল চালক। গত ২৮ আগষ্ট উত্তরবঙ্গের পঞ্চগড় তেতুলিয়া হতে কক্সবাজারের টেকনাফের উদ্দ্যেশে ভ্রমণ শুরু করে সজিব। বর্তমানে নানান প্রতিকূল পেরিয়ে টেকনাফ জিরো পয়েন্টে গত শনিবার (১০ সেপ্টেম্বার) সন্ধ্যায় তাঁর বাই-সাইকেল ভ্রমণের মিশন শেষ হয়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে তাঁর বাবার পুরনো হিরো বাই-সাইকেল নিয়ে কিশোরগঞ্জের মিঠামইন হয়ে অষ্টগ্রাম, শ্রীমঙ্গল, সিলেট ও জাফলং ভ্রমণ করে। এ কর্মকান্ডে খুশি হয়ে এক প্রবাসী উপহার হিসাবে তুলে দেন নতুন বাই-সাইকেল। এটি নিয়েই এখন দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করছে সজিব। সজিব বলেন, ‘গরীব পরিবারের সন্তান হলেও ভ্রমণ আমার খুব প্রিয়। দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থানীয়দের জীবন-জীবিকা সম্পর্কে জানতে খুব আগ্রহ। প্রতিদিন ৬/৭ ঘন্টায় গড়ে শতাধিক কিলিমিটার অতিক্রম করতে পারি। সাইকেল চালিয়ে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে চাই।’ সজিব আরও বলেন, ‘নিরাপদ স্থানে পলিথিন আর গাছের ডাল দিয়ে টুংঘর তৈরী করে রাত্রি যাপন করি। সাইকেল চালিয়ে দেশের মধ্যে পরিচিত হতে চাই। ২০১৯ সাল থেকে দূর গন্তব্যে সাইকেলে বের হই।’ সজিবের বন্ধু রেজুয়ান রিজভী বলেন, ‘স্কুল জীবন থেকেই সজিবকে দেখে আসছি তাঁর সাইকেলে ছুটাছুটি করা ভিশন নেশা। আমাদের-কেও সাথে যাওয়ার জন্য বলতো। সজিবের এ কর্মকান্ড ভালো লাগে।’ সজিবের মা মোছাঃ বিউটি বেগম বলেন, ‘ছোট থেকেই সাইকেল নিয়ে ছুটাছুটি করা তাঁর স্বাভাব। বিভিন্ন জাওগা ঘুরে দেখা ওর পছন্দ। আমার ৫ জনের পরিবার। সংসারে আর্থিক-অনটন থাকায় ছেলেটাকে কোনো সহযোগিতা করতে পারি না। ওর জন্য আপনাদের কাছে দোয়া চাই।’ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন বলেন, ‘কলেজ পড়–য়া সজিব তেতুলিয়া যাওয়ার আগে আমাকে তাঁর ভ্রমণ সম্পর্কে অবহিত করেছে। তাঁর কর্মকান্ড খুব ভালো লেগেছে।’
৩.

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102