রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঘিওরে নানা আয়োজনে খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত মানিকগঞ্জে হাসপাতাল থেকে শিশু চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার সিরাজগঞ্জে মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আছিয়ার শোক শেষ না হতেই সিরাজগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষনের শিকার সমৃদ্ধশালী দেশ গড়তে একটি গণতান্ত্রিক  সরকার ব্যবস্থা দ্রুত দরকার—– ইকবাল হাসান মাহমুদ টুকু আবারো উড়লো জুলহাসের বিমান, যমুনা পাড়ে উৎসবের আমেজ মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান দৌলতপুরে নতুন ওসি আল মামুন ও সিংগাইরে তৌফিক আজম যোগদান করেছেন সারা বছরই সূলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে ………মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মানিকগঞ্জে কারখানায় ডাকাতি, গ্রেফতার ১১

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

প্রতিনিধির নাম:
  • আপডেট করা হয়েছে: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ দেখা হয়েছে:

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ প্রতিনিধি:১২ সেপ্টেম্বর-২০২২,সোমবার।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সাথে সাথে প্রতিদিন প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল আর সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। দিনের পর দিন পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছেন নদীপাড়ের মানুষগুলো।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৫ সেন্টিমিটার বেড়ে পানির সমতল ১২ দশমিক ৯০ সেন্টিমিটার যা বর্তমানে বিপদ সীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১৪ দশমিক ৮৫ সেন্টিমিটার যা বিপদ সীমার ৪০ সেঃমিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সোমবার (১২ সেপ্টেম্বর ) এতথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ।

এদিকে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিদিনই ঘর-বাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে বলে দাবী স্থানীয়দের।

জেলার চৌহালী উপজেলার শহিদুল ইসলাম জানান, গত ৫-৬ দিন হলো নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। এখানে পানি বাড়ার সাথে সাথে নদী তীরে ভাঙতে শুরু করে। আবার পানি কমে যাবার সময়ও ভাঙ্গে। এবছর বন্যার পাানি নদীতে প্রবেশ করার পর থেকে প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলিন হয়েছে। আর সাথে প্রতিদিন তো ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের কাসেম আলী জানান, গত দুদিন আগে এই গ্রামের তিনটি বসত ভিটা ভেঙে নদীতে বিলিন হয়ে গেছে। এছাড়াও প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতংকে অনেকে ঘর বাড়ি নিরাপদ স্থানে সড়িয়ে নিচ্ছে ৷

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানের পাহাড়ি ঢলের কারণে গত ৫-৬ দিন হলো যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়াতে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এই পানি বিপদসীমা অতিক্রম করবে না। তিনি আরও বলেন, যমুনা নদীর পানি আরও ৫-৭ বৃদ্ধি পেতে পারে।#######

 

আর্টিকেলটি শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরো খবর
© All rights reserved ©
themesba-lates1749691102