মাহমুদুল হাসান, চৌহালী প্রতিনিধি:১৩ সেপ্টেম্বর-২০২২,মঙ্গলবার।
চোরের আকড়া রেহাই পুকুরিয়া গ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে চার চোরকে। তাদের আটক সততা নিশ্চিত করেন ওসি হারুন অব রশিদ।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া গ্রাম এলাকা চোরের আকড়ায় পরিণত হয়েছে।
জানা গেছে উপজেলার রেহাই পুকুরিয়া এলাকায় বেশ কিছু দিন যাবত চোরের উৎপত্তি বেরে গিয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতি রাতেই চুরি, ঢাকাতিসহ নানা অনিয়ম আর অত্যচারে সাধারণ মানুষের ঘুম হারাম করে তুলেছে।
যারবাস্তবচিত্র গতকাল রবিবার রাতে চৌহালী থানা পুলিশ রেহাই পুকুরিয়া এলাকার
মিজা রিজাউল করিম ও আমির খানের
সহযোগিতায় এজাহার প্রসঙ্গের আসামী গোপালপুরের ভোলারপারা গ্রামের আতার আলীর ছেলে হাসেন আলী ৪০, মধুপুরের বেরিবাইদ গ্রামের আজিজ মিয়ার ছেলে জুলহাস ৩২,ফকিরহাট থানার বালিয়া ডাঙৃগা গ্রামের সাগর মোল্ল৩৫,চৌহালী থানার রেহাই পুকুরিয়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৫)কে আটক করে চৌহালী থানা পুলিশ।
চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন অব রশিদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক চৌহালী উপজেলাকে মাদক,ইভটিজিং চুরিসহ অপরাধ জনিত ঘটনা মুক্ত রাখতে পুলিশের জটিকা অভিযান চালিয়ে রেহাই পুকুরিয়া থেকে ৪ চোর ও য়ারেন্ট প্রাপ্ত ২ আসামী আটক করে জেল হাজতে পেরণ করা হয়েছে। মাদক ও চোর নির্মলে আমাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।