মাহমুদুল হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:১৩ সেপ্টেম্বর-২০২২,মঙ্গলবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে চরনাকালিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য আঃ সাত্তারের বসতবাড়িসহ ৩ বাড়ি ও ডাম্পিং করা জিও ব্যাগ যমুনা নদী গর্বে বিলিন হয়েছে।
গতকাল রাতে উপজেলার দেওয়ানগঞ্জ বাজার এলাকায় ভুরভুরি উঠে ডাম্পিং করা জিও ব্যাগসহ ৩টি বাড়ি মুহুর্তের মধ্যে যমুনায় গ্রাস করে। এছাড়াও একই এলাকায় ৩ স্থানে ১’শ মিটার জিও ব্যাগ ধসে মরণফাঁদে পরিনত হয়েছে। হুমকিতে পরেছে দেওয়ানগঞ্জ বাজার, মিটুয়ানি হাইস্কুল, প্রাইমারিসহ অর্ধশত বসতি,রাস্তা ঘাট ও বিনানই সপ্রাবি।
ভুক্তভোগী আঃ ছাত্তার বলেন, সরকার নদী শাসনের আওতায় এনেছে বলে শুনেছি, আমাদের চৌহালী দক্ষিণ অঞ্চল বাসির কান্না আর হা হা কার লাগবে ভাঙ্গন রোধে স্থায়ী বাধ নির্মাণ করে দিবেন তাই ঘর বাড়ি অনত্র সরিয়ে নেইনি। গতকাল রাতে হঠাত করে ভুরভুরি উঠে এবং পাকপরে পুরা বাড়ি ধেবে যায়। মুহুর্তের মধ্যে একটি ঘর বাচাতে সক্ষম ২ ঘর ও মালামাল হেফাজত করতে না পারায় চলে গেছে নদীতে। এখন নদী ভাঙ্গন ও বর্ষা তাই আমার বসতি খোলা আকাশের নীচে।
এলাকাবাসির দাবি চৌহালী সদর বাসির জানমাল হেফাজতে স্থায়ী বাধ করা হয়েছে, দক্ষিণ অঞ্চল বাসিকে হেফাজতে স্থায়ী বাধ নির্মাণ করা জরুরি হয়ে পরেছে।
ভাঙ্গছে নদী কাঁদছ মানুষ যমুনা,আমরা সাহায্য চাই ও ত্রাণ চাই না বেরীবাধ ও স্থায়ী বাধ চাই। এলাকা বাসির দাবি এখন পর্যন্ত সরকারি বেসরকারি ভাবে সাহায্য সহযোগিতা সহ দেখার জন্য প্রশাসন ঘটনাস্থলে আসেনি করা হয়নি পরিদর্শন। ।