শরিফুল ইসলাম ,নড়াইল প্রতিনিধি:১৪ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
নড়াইলের কালিয়ায় বালি বোঝাই ট্রলি উল্টে এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কালিয়া-খুলনা সড়কের উথলি নামক স্থানে ট্রলির চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে বালি বোঝাই ট্রলি উল্টে পড়ে যায়। ট্রলির নিচে চাপা পড়ে হেলপার সজিব শেখ (১৬) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রæত কালিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে পৌরসভার সিতারামপুর গ্রামের রুলু শেখের ছেলে ট্রলির ড্রাইভার নাহিদ পলাতক রয়েছে। অপর হেলপার রিহাদ শেখ (১৩) কে কালিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । #